আমেরিকার চন্দ্রাভিযানে ত্রুটি

প্রতীকী ছবি

আমেরিকার চন্দ্রাভিযানে ত্রুটি

অনলাইন ডেস্ক

আমেরিকার একটি বেসরকারি চন্দ্র অভিযানে নিযুক্ত মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে।

সোমবার (৮ জানুয়ারি) পেরেগ্রিন ল্যান্ডার অভিযানের পেছনে নিয়োজিত অ্যাস্ট্রোবোটিক কোম্পানি দাবি করেছে, মহাকাশযানটি এর স্বাভাবিক গতিপ্রকৃতি বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এর কারণে সৌর প্যানেলগুলি বরাবর এটি স্থির নেই।  

মহাকাশযানটির ব্যাটারি চার্জ না করতে পারলে অভিযানটির পথে বাঁধা আসবে বলেও মনে করছেন এই অভিযানে নিযুক্ত কোম্পানি।

অ্যাস্ট্রোবোটিক জানিয়েছে, যে প্রকৌশলীরা কাজ করছেন তারা এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পেলে জানাবেন।

১.২ টন ওজনের ল্যান্ডারটি আমেরিকার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে একটি ভলকান রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল।

চাঁদের পৃষ্ঠে নিরাপদ অবতরণ করতে আমেরিকার অন্যতম উচ্চাকাঙ্ক্ষী অভিযান হিসাবে একে ধরা হচ্ছে। এছাড়াও আমেরিকার বিগত অর্ধ শতাব্দীর ইতিহাসে চন্দ্রযানটির উৎক্ষেপণকে ঘিরে রয়েছে উত্তেজনা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) অভিযানটি মূলত এই দশকের শেষের দিকে চাঁদে মানুষ পাঠানোর প্রচেষ্টার পূর্বপ্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে।

news24bd.tv/SC