গণভবনে প্রধানমন্ত্রীকে ১৯ দেশের রাষ্ট্রদূতের শুভেচ্ছা

গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবনে প্রধানমন্ত্রীকে ১৯ দেশের রাষ্ট্রদূতের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটে বিজয়ী হওয়ায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত দেশসহ মোট ১৯টি দেশের রাষ্ট্রদূত।

আজ গণভবনে বাংলাদেশে নিযুক্ত জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা,  ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া,  কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন-এর রাষ্ট্রদূতেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তাঁরা। রাষ্ট্রদূতরা তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের পক্ষ থেকে অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন।

বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা প্রদানের জন্য এ সকল বন্ধুপ্রতিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় আগামী দিনগুলোতেও বন্ধু রাষ্ট্রসমূহের সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় রাষ্ট্রদূতরা পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বি-পাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা।

news24bd.tv/SC