আহত হয়ে মাঠ ছাড়লেন তামিম 

ব্যথা নিয়ে মাঠ ছাড়ছেন তামিম ইকবাল

আহত হয়ে মাঠ ছাড়লেন তামিম 

অনলাইন ডেস্ক

চোটের কারণে গত বছর থেকেই ক্রিকেটে অনিয়মিত তামিম ইকবাল। সঙ্গে আরও আনুষঙ্গিক কারণ মিলিয়ে এশিয়া কাপ, বিশ্বকাপেও খেলা হয়নি দেশসেরা ওপেনারের। আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফেরার কথা তার। তবে আবারও চোট চোখ রাঙাচ্ছে তাকে।

বিপিএলকে সামনে রেখে অনুশীলনে ফেরা তামিম এবার আহত হয়ে ছেড়েছেন মাঠ, চোট পেয়েছেন বাঁ হাতের তর্জনিতে।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে গত দুই দিনের মতো ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। সঙ্গে ছিলেন পেসার তাসকিন আহমেদও। এই পেসারের বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম।

এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজীদ বলেছেন, ‘তেমন সিরিয়াস কিছু না। হাতে ফোলা যেন না বাড়ে এজন্য তাকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। আশা করছি কালকে থেকেই ব্যাট করতে পারবে। ’

তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই দলের বাইরে তিনি।

১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল।

news24bd.tv/SHS