নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ একগুচ্ছ মতামত জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে এ সুপারিশমালা জমা দেয় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নের্তৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার জানান, সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থার প্রস্তাবনা দেয়ার পাশাপাশি সংবিধান কাউন্সিলের বিষয়ে পুরোপুরি একমত নয় জামায়াত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের পক্ষে মত দিয়েছে তারা। তিনি আরও জানান, যেসব জায়গায় ক্ষমতার ভারসাম্য নেই সেসব জায়গায় কীভাবে ভারসাম্য আনা যায়, সে বিষয়ে প্রস্তাবনা দেয়া হয়েছে। সেক্রেটারি জেনারেল...
ঐকমত্য কমিশনে মতামত দিলো জামায়াত, সুপারিশে কী আছে?

শহীদ জসিমের মেয়েকে নিয়ে যা বললেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের মেয়েকে (১৭) রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। তবে বাকিদের আটকের অভিযান চলছে বলে জানিয়েছেন দুমকি থানার ওসি জাকির হোসেন। এদিকে শহিদ জসিমের মেয়ের সঙ্গে এই ন্যাক্কারজনক কাণ্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে জামায়াত আমির বলেন, পটুয়াখালীতে ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ প্রিয় ভাই জসিম উদ্দিনের মেয়ের শ্লীলতাহানি করেছে যারা, তাদেরকে নিন্দা জানানোর ভাষা জানা নেই। যাদের আত্মত্যাগে নতুন এই বাংলাদেশ, তাদের পরিবার জাতির কাছে পবিত্র আমানত।...
পবিত্র কোরআনের আইনে মানবিক দেশ গড়তে হবে
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পবিত্র কোরআনের আইনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে আইনজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি ইসলামি আইনের থেকে পৃথিবীতে ভালো কোনো আইন নেই। তাই ইসলামি আইনে, কোরআনের আইনের আলোকে মানবিক দেশ গড়তে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা কোনো অংশে কম নয়। বার ও বেঞ্চের সম্মিলিত প্রচেষ্টায় ন্যায়বিচার নিশ্চিত হতে পারে। অসহায় বিচার প্রার্থীদের জন্য বিনামূল্যে মামলা পরিচালনা করতে আইনজীবীদের আহ্বান জামায়াত...
দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, তবে দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা ও বসা যাবে, এমন পরিবেশ তৈরি করতে হবে। গতকাল রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, একসঙ্গে বসা ও কথা বলার পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগসন্ধানী হয়ে ওঠে। ফ্যাসিস্টদের দোসররা নানা জায়গায় এখনো রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, সেই ফ্যাসিস্ট সিস্টেম বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর