জাপানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

সংগৃহীত ছবি

জাপানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

অনলাইন ডেস্ক

জাপানের জন্য ২০২৪ সালের শুরুটাই ছিল ভূমিকম্প দিয়ে। ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নাকাল হওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে জাপানে। এই ভূমিকম্পটির মাত্রা ৬.০। যদিও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, জাপানের সমুদ্র উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সপ্তাহখানেক আগে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থলের কাছেই ছিল এর অবস্থান।  

উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই জাপানের ইশিকাওয়ায় আঘাত হানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ওই শক্তিশালী ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে ১০০ জনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ভূমিকম্পটি আঘাত করার পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়। ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এই ভয়াবহ ভূমিকম্পের পর থেকে জাপানে দুইদিনের ব্যবধানে ১৫৫ বার আফটার শক অনুভূত হয়।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক