কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

সংগৃহীত ছবি

কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়

অনলাইন ডেস্ক

বহুল প্রচলিত ও সমালোচিত কুকুর হত্যা এবং এর মাংস ব্যবসা নীতি থেকে সরে আসছে দক্ষিণ কোরিয়া।

কুকুর হত্যা বন্ধ, মাংস বিক্রি নিষিদ্ধ করতে একটি আইন পাস করেছে দেশটির আইন বিভাগ। আইনটি ২০২৭ সাল নাগাদ কার্যকর হবে বলে জানা গেছে।
এই নতুন আইনের আওতায় দেশটিতে কুকুরের মাংস খাওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপিত হবে।

এক সমীক্ষায় দেখা গেছে ২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার ২৭ শতাংশ জনগণ কুকুরের মাংস খাওয়ার পক্ষে ছিলেন। যেখানে ২০২২ সালে এসে তা কমে দাঁড়ায় ৮ শতাংশে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ২২ বছর বয়সী ছাত্র লি চে ইওন জানায়, প্রাণী অধিকার সংরক্ষণে এই নিষেধাজ্ঞার খুব প্রয়োজন ছিল। কুকুররা আমাদের পরিবারের মত।

আমরা যেমন নিজের পরিবারের কোন সদস্যের মাংস খেতে পারিনা সেভাবেই ওদের মাংস খাওয়া শোভনীয় না।

উল্লেখ্য, কুকুরের মাংস ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ও হোটেল মালিকদের অন্য পেশা বা ব্যবসা খুঁজে নিতে আগামী ৩ বছরের সময় দিয়েছে দেশটির আইন বিভাগ।

news24bd.tv/SC