ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। গাজার জনগণের জন্য মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ অনুদান দিয়েছে সংগঠনটি। গত বুধবার (৩০ এপ্রিল) সকালে কুয়ালালামপুরে আনুষ্ঠানিকভাবে এই অনুদান হস্তান্তর করা হয় মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশনের (এমএপিআইএম) ভাইস প্রেসিডেন্ট জুহানিস জয়নালের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার উপদেষ্টা রফিক আহমদ খান, যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম ফারুক ও সাদেক উল্লাহ, ওআইসি টুডের প্রতিনিধি সাইদ হক এবং এমএপিআইএম-এর অন্যান্য কর্মকর্তারা। জুহানিস জয়নাল বলেন, মানবিক সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে আমি চট্টগ্রাম ও কক্সবাজার সফর করেছি। চট্টগ্রামবাসীর উদারতা ও সহানুভূতি দেখে আমি অভিভূত। তিনি গাজাবাসীদের প্রতি সহমর্মিতা জানানোয়...
গাজাবাসীর পাশে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া, আর্থিক অনুদান প্রদান

দালাল ধরে সৌদি গিয়ে নির্যাতনের শিকার দুই যুবক
অনলাইন ডেস্ক

এগারো মাস আগে ১০ লাখ টাকা খরচ করে সৌদি আরব যান রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের দুই যুবক। স্বজনদের দাবি, সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালালের নির্যাতনের শিকার হচ্ছেন তারা। তিন মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই বলেও দাবি স্বজনদের। ভুক্তভোগী দুই যুবক হলেন: জালদিয়া গ্রামের কামাল মোল্লার ছেলে সোহেল মোল্লা ও মৃত ইয়াছিন মোল্লার ছেলে ইকবল মোল্লা। তারা সম্পর্কে চাচাতো ভাই। কামাল মোল্লা জানান, তার ছেলে সোহেল ও ভাতিজা ইকবলকে সৌদি আরবে ভালো চাকরির প্রলোভন দেখান প্রতিবেশী মনিরদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা। ভাগ্য ফেরাতে মনিরদ্দিন ও মামুনকে ১০ লাখ টাকা দিয়ে গত বছরের ৯ জুন সৌদি আরবে পাড়ি জমান সোহেল ও ইকবল। সেখানে গিয়ে কাজ না পেয়ে উল্টো দালাল চক্রের নির্যাতনের শিকার হন তারা। কাজ দেয়ার আশ্বাসে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি তাদের...
বাংলাদেশি প্রবাসীদের মহান মে দিবস
অনলাইন ডেস্ক

আজ ১ মে বৃহস্পতিবার মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে বাংলাদেশসহ বিশ্বজুড়ে এ দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে রাজনৈতিক, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠনসহ বিভিন্ন সংগঠন দেশে কর্মসূচি পালন করছে। প্রবাসী বাংলাদেশি কর্মীদের মহান মে দিবস, তারা কি শ্রমিকের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে? বিশ্বের প্রায় ১৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশিরা আছেন। যারা একটু উন্নত জীবনের জন্য দেশ ও পরিবারের মায়া ত্যাগ করেন। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থেকেও যারা দেশকে নিয়ে ভাবেন। এই প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি চাঙা হচ্ছে। কিন্তু দালালচক্র ও সিন্ডিকেটের কারণে প্রতিনিয়ত প্রবাসীরা দূরদেশে নানা ভোগান্তি ও হয়রানির স্বীকার হচ্ছেন। এমনকি দেশের মতো বিদেশেও প্রবাসীরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। দুই বছর ধরে হোটেল...
"বৈশাখের পঙ্ক্তিমালা" ছিল প্রবাসীদের মিলনমেলা
কানাডা প্রতিনিধি

অন্যস্বরের আয়োজনে ড্যানফোর্থের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে দ্বিতীয়বার অনুষ্ঠিত হয়েছে বৈশাখে পঙক্তিমালা। গত বছর থেকে এ আয়োজন করছে অন্যস্বর। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় হলের গেট খোলার কথা থাকলেও তার আগেই দর্শকরা হলে ভিড় জমাতে শুরু করে। তবে মঞ্চের পর্দা উঠে ঠিক রাত আটটায়। আর তখনই দুজন শিশুশিল্পী মন্ত্র আর মুগ্ধ নিয়ে মঞ্চে উঠেন রনি মজুমদার। কৃতজ্ঞতা জানান- এই আয়োজনের পেছনের কারিগর আর দর্শকদের। এ সময় বিভিন্ন আয়োজন শেষে সমাপনী বক্তব্য রাখেন- অন্যস্বরের কর্ণধার এবং বৈশাখী পঙক্তিমালার নির্দেশক আহমেদ হোসেন। এছাড়া বরাবরের মতো জাতীয় সংগীতের মধ্যে দিয়ে শেষ হয় এবারের বৈশাখের পঙক্তিমালা। উল্লেখ্য, গত বছর থেকে অন্যস্বর আয়োজন করেছে বৈশাখের পঙক্তিমালা, এই ধারাবাহিকতায় তারা এ বছর আবারও নতুনভাবে ফিরে এসেছে। আরও পড়ুন এক চার্জেই ৫০০ কিমি ঝড় তুলবে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর