দীর্ঘ ৮ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

সকাল ৯টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ছবি: নিউজ২৪

দীর্ঘ ৮ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় ৮ ঘণ্টা ১০ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৮ ঘণ্টা ১০ মিনিট পর আজ বুধবার সকাল ৯ টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কম দেখে ঘাট থেকে ফেরি ছাড়তে শুরু করে।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে পারাপার করা হবে। বর্তমানে এরুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে।

news24bd.tv/DHL