ঢাকা-৪ আসনে আওলাদ হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ

আওলাদ হোসেন, ছবি সংগৃহীত।

ঢাকা-৪ আসনে আওলাদ হোসেনকে শপথ পড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের শপথের বিরুদ্ধে হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত হয়েছে। আওলাদ হোসেনকে শপথ পড়াতে সংসদ সচিবালয়কে নির্দেশ দিয়েছেন চেম্বার জজ।

বুধবার (১০ জানুয়ারি) আদালতে বিজয়ী আওলাদ হোসেনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম। নৌকার প্রার্থী সানজিদা খানমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।

আর নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এ আসনে ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল চেয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে হাইকোর্টে রিট করেন ওই আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম।

এরপর নির্বাচনে ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেন আদালত।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।

news24bd.tv/FA