প্রথমবার এমপি হওয়া আর পিতা হওয়ার অনুভূতি একই : সৈয়দ ইবরাহিম

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

প্রথমবার এমপি হওয়া আর পিতা হওয়ার অনুভূতি একই : সৈয়দ ইবরাহিম

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল আজ। বুধবার (১০ জানুয়ারি) প্রথমবার এমপি হিসাবে শপথ গ্রহণ করে নবনির্বাচিত এসব সংসদ সদস্য।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সাংবাদিকদের বলেন, 'প্রথমবারের মতো এমপি হলে ভালই লাগে, প্রথমবার পিতার হওয়ার মতো। '

এ সময় সাংবাদিকরা তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'এতো সংক্ষেপে তাড়াহুড়া করে বলার তো প্রয়োজন নেই, পরে বলব ইনশাআল্লাহ।

'

এদিকে আজ ভোর ১০টা ১৪ মিনিটে নতুন সংসদ সদস্য হিসেবে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ গ্রহণ করে জাতীয় সংসদের নির্বাচিত অন্যান্য সদস্যদের শপথ গ্রহণ করান। এবারের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের পর সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা।

news24bd.tv/SC