দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির গণসংযোগ কর্মসূচি

প্রতীকী ছবি

দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির গণসংযোগ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের পর দ্বিতীয় দিনের মতো গণসংযোগ কর্মসূচি পালন করছে বিএনপি। জাতীয় প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।  

বুধবার (১০ জানুয়ারি) সকালে ভোট বর্জন করায় বিএনপির পক্ষ থেকে জনগণকে ধন্যবাদ জানানো হয়। লিফলেট বিতরণকালে ৭ই জানুয়ারি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে নির্বাচন কমিশন এবং ভোট কারচুপির মাধ্যমে সরকার গঠন হচ্ছে বলে মন্তব্য করেন ফারুক।

ফারুক বলেন, কারচুপির মাধ্যমে গঠিত সরকারের শপথ অনুষ্ঠান প্রত্যাখান করছে বিএনপি। ক্ষমতাসীনরা আবারও স্বৈরাচারী কায়দায় দেশ চালাবে এটা হতে পারে না। জোর করে ক্ষমতায় থাকা সম্ভব হবে না, মানুষ জেগে উঠেছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাস্তায় আছে বিএনপি।

আন্দোলন অব্যাহত থাকবে।

বাংলাদেশের নির্বাচনকে বিশ্ব নেতৃত্বের সমর্থন দেয়া প্রসঙ্গে ফারুক বলেন, জনগনের অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন হয়েছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো একে গ্রহণ করেনি, নিন্দা জানিয়েছে।

এ সময় নবগঠিত সরকার এবং সংসদকে অবৈধ বলে মন্তব্য করেন ফারুক।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক