'চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন তালিকা সোমবার ঘোষণা'

ছবি সংগৃহীত

'চূড়ান্ত প্রার্থীদের মনোনয়ন তালিকা সোমবার ঘোষণা'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাজোটের শরিক দল এবং আওয়ামী লীগ থেকে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। চূড়ান্ত প্রার্থীদের তালিকা জানানো হবে সোমবার।

রোববার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, আজ দলীয় প্রার্থীদের অনানুষ্ঠানিক চিঠি দেয়া হচ্ছে।

আজ ২৩০ জনকে চিঠি দেয়া হবে। আগামীকাল শরিক দলসহ আনুষ্ঠানিক মনোনয়ন ঘোষণা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তালিকা চূড়ান্ত করেছি। কিন্তু কিছু আসন তো ছেড়ে দিতেই হবে।

সব তো আর আমরা নিতে পারব না।

তবে আজ আমরা অফিসিয়ালি ঘোষণা করছি না। আগামীকাল একসঙ্গে ঘোষণা করব। জোটের কাছে আমাদের অঙ্গীকার, আমরা একসঙ্গে ঘোষণা করব।

এ সময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা মনে মনে মনকলা খাচ্ছিলেন। ৩০ ডিসেম্বর টের পাবেন। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধবিরোধী স্বাধীনতার বিরোধী শক্তির সঙ্গে থাকতে পারে না।
শরিক দলকে কত আসন ছাড়ছেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এটি ৬০ হতে পারে, ৬৫ হতে পারে আবার ৭০ আসনও হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর