বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া সরকারের বিবৃতি

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের লোগো।

বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া সরকারের বিবৃতি

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বুধবার (১০ জানুয়ারি) দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করায় আমরা খুশী। কিন্তু নির্বাচনে সকল পক্ষ সমানভাবে অংশ নিতে পারেনি বলে আমরা জানতে পেরেছি।

বাংলাদেশের দীর্ঘসময়ের বন্ধু হিসেবে আমরা নির্বাচন পূর্ব সহিংসতা এবং বিরোধী দলের সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছি। অস্ট্রেলিয়া বার বার বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা বাংলাদেশ সরকারকে তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার কাজকে গুরুত্ব দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। এর মধ্য দিয়ে বাংলাদেশ সরকার মানবাধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নকে তরান্বিত করতে সক্ষম হবে বলে আমরা আশা করি।

 

বিবৃতিতে একটি উন্মুক্ত, উন্নত, সুস্থির এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সাথে কাজ করার ব্যাপারে অস্ট্রেলিয়া সরকারের ইচ্ছার কথা উল্লেখ করা হয়।

news24bd.tv/ab