নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক বাণিজ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ-১ আসনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া লে. কর্নেল মুহা ফারুক খান নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।  

এর আগে, সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়ে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পরে জারি করা হয় প্রজ্ঞাপন।

এতে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ-সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত প্রদান করেছেন এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন।

এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেয়া হয়েছে বলে গণ্য হবে।  

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে নৌকা প্রতীকে ফারুক খান বিজয়ী হন ১ লাখ ১৯ হাজার ২৯৯ ভোটে।

এর বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের প্রার্থী কাবির মিয়া পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫৩০ ভোট।

news24bd.tv/SHS