এক জালে ধরা পড়লো ৯২ মণ ইলিশ, বিক্রি হল ২০ লাখ 

সংগৃহীত ছবি

এক জালে ধরা পড়লো ৯২ মণ ইলিশ, বিক্রি হল ২০ লাখ 

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে ফরিদ মাঝি নামে এক জেলের জালে ৯২ মন ইলিশ ধরা পড়েছে। বুধবার দুপুরে এসব মাছ মহিপুরের এক মাছের আড়তে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।  

এর আগে মঙ্গলবার দুপুরে পায়রাবন্দরের শেষ বয়ার কাছে এসব ইলিশ একবার জাল ফেলে তুলতেই উঠে আসে।

ফরিদ মাঝি জানান, চট্টগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলেসহ ট্রলার নিয়ে তারা গভীর সাগরে যান। প্রথমদিকে মাছ না পেলেও মঙ্গলবার তাদের জালে এ পরিমাণ ইলিশ ধরা পড়ে।  

দীর্ঘদিন পরে এই জেলের জালে বেশি পরিমাণে ইলিশ ধরা পড়ে। এতে খুশি ওই ট্রলারের জেলেসহ স্থানীয় ব্যবসায়ীরা।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক