বিএনপি নেতা নবীউল্লাহ নবী রিমান্ডে

সংগৃহীত ছবি

বিএনপি নেতা নবীউল্লাহ নবী রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবীসহ দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১০ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন এই আদেশ দেন।  

এর আগে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস আসামিদের হাজির ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

এ বিষয়ে আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবলু জানান, গত মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া সুলতানার আদালতে তাদের গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস। আবেদনের প্রেক্ষিতে বুধবার সকালে বিচারক গ্রেপ্তার দেখান।

নথি থেকে জানা গেছে, গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন ওই ট্রেনের পরিচালক (গার্ড) এসএম নুরুল ইসলাম (৫৭) বাদী হয়ে একটি মামলা করেন।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক