ব্রাজিলের নতুন কোচ দরিভাল

আনুষ্ঠানিক ভাবে নতুন কোচ দরিভালের নাম ঘোষণা করেছে ব্রাজিল। ছবি: সংগৃহীত

ব্রাজিলের নতুন কোচ দরিভাল

অনলাইন ডেস্ক

আগেই জানা গিয়েছিল, দরিভাল জুনিয়র হতে চলেছেন ব্রাজিলের নতুন কোচ। সেটাই হলো। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দরিভালের নাম ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নতুন কোচকে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিবিএফ হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, 'ব্রাজিল পুরুষ জাতীয় দলের নতুন কোচ দরিভাল জুনিয়র। রিও ডি জেনেরিওতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। ' ১৩ মাস পর অবশেষে স্থায়ী কোচ পেল ব্রাজিল। তবে কতদিনের চুক্তিতে নতুন কোচ নিয়োগ দিয়েছে সেটা অবশ্য জানায়নি সিবিএফ।

ব্রাজিল ফুটবলের শীর্ষ ক্লাবগুলোতে কোচিংয়ের অভিজ্ঞতা আছে দরিভালের। সাও পাওলো ছাড়াও সান্তোস, ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্সের মতো ক্লাবে কাজ করেছেন। তবে খেলোয়াড়ি জীবন তেমন সমৃদ্ধ ছিল না তাঁর। ১৭ বছরের ক্যারিয়ারে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফ্লুমিনেন্স ছাড়া ব্রাজিলের আর কোনো শীর্ষ ক্লাবে খেলার সুযোগ হয়নি দরিভালের। জাতীয় দলের জন্যও কখনো বিবেচনায় আসেননি।

দরিভালের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ষষ্ঠ স্থানে আছে ব্রাজিল। দরিভালের হাত ধরে কক্ষপথে ফিরতে পারবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

news24bd.tv/DHL