এবার বিশ্বের সেরা গরু উৎপাদক হতে চান মার্ক জুকারবার্গ

মার্ক জুকারবার্গের ইন্সট্রাগ্রামে শেয়ার করা ছবি

এবার বিশ্বের সেরা গরু উৎপাদক হতে চান মার্ক জুকারবার্গ

অনলাইন ডেস্ক

মেটা, ফেসবুক ও  ইন্সটাগ্রাম এর মালিক মার্ক জুকারবার্গ। এগুলোর মাধ্যমে আজ তিনি বিশ্বসেরাদের একজন। নতুন বছরের শুরুতে তাই এবার জানালেন তার নতুন ইচ্ছা। তিনি বিশ্বের সেরা গরু উৎপাদক হতে চান।

তার খামারের গরুর মাংসের স্বাদও নাকি হবে বিশ্বসেরা।  
ইতোমধ্যেই হাওয়াই দ্বীপের প্রায় অর্ধেক কিনে ফেলেছেন জুকারবার্গ। সেখানেই গোশালা তৈরি করে গরু পোষার কাজে মন দিয়েছেন তিনি। ওই খামারে ওয়াগিউ ও অ্যাঙ্গাস প্রজাতির গরু পালন করছেন তিনি।

গত বুধবার ( ১০ জানুয়ারি)  ইন্সটাগ্রামে গরুর মাংসের কয়েকটি পদ সামনে রেখে নিজের একটি ছবি শেয়ার করে নতুন শখের কথা জানিয়েছেন তিনি।

তার একাজে তাকে সাহায্য করছেন তার স্ত্রী ও কন্যা। তারা এখন বেশিরভাগ সময়ই হাওয়াই দ্বীপে কাটাচ্ছেন। সূত্র, এবিসি টেলিভিশন অনলাইন।  

জুকারবার্গ  জানিয়েছেন, তার গোশালায় গরুর সেবা করছেন তিনি। সেসব গরুকে খড়–পাতা নয়, ড্রাই ফ্রুটস, ওয়াইন বিয়ার সহ দামি দামি খাবার খাওয়াচ্ছেন তিনি। জুকারবার্গের বিশ্বাস, এসব খাবার খাওয়ালে উন্নতমানের গরুর মাংস পাওয়া যাবে তাদের কাছ থেকে।


news24bd.tv/ডিডি