মাদারীপুরের ৩ আসনে লিটন-শাজাহান-গেলাপ

লিটন-শাজাহান-গেলাপ

মাদারীপুরের ৩ আসনে লিটন-শাজাহান-গেলাপ

বেলাল রিজভী, মাদরীপুর প্রতিনিধি

মাদারীপুরে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেলেন ১ আসনে বর্তমান এমপি নূর ই আলম চৌধূরী লিটন, ২ আসনে বর্তমান এমপি ও নৌ মন্ত্রী শাজাহান খান, ৩ আসনে নতুন চমক আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড.আব্দুস সোবাহান গোলাপ।

রোববার দুপুরে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তাদের তিনজনকে চূড়ান্তভাবে মনোনয়ন দেন বলে নিশ্চিত করেছে একাধিক দলীয় সূত্র।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের তিনটি আসনের মধ্যে ১ আসনে পূর্বে থেকেই মনোনয়ন প্রায় নিশ্চিত ছিল বর্তমান এমপি, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক হুইপ নুর-ই-আলম চৌধুরী (লিটন)। ২ আসনেও নিশ্চিত ছিল বর্তমান এমপি ও নৌ মন্ত্রী শাজাহান খানের মনোনয়ন।

অনিশ্চয়তার মধ্যে ছিল মাদারীপুর -৩ আসনটি। এ আসনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এমপি আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। সবাইকে চমক দেখিয়ে অবশেষে মনোনয়ন পেলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড.আব্দুস সোবাহান গোলাপ।  

(নিউজ টোয়েন্টিফোর/বেলাল/তৌহিদ)

সম্পর্কিত খবর