চাঙা শেয়ারবাজারে বসুন্ধরা পেপারের চমক

সংগৃহীত ছবি

চাঙা শেয়ারবাজারে বসুন্ধরা পেপারের চমক

স্টাফ রিপোর্টার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ছন্দে ফিরতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ৭শ কোটি টাকা ছাড়িয়েছে। শেয়ারদর বেড়েছে শতাধিক কোম্পানির। এদিন বাজারে চমক দেখিয়েছে কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত কোম্পানি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকার পাশাপাশি লেনদেনের শীর্ষ দশেও জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বৃহস্পতিবার ডিএসইতে ১১৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এদিন সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের।

একদিনে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৫ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয়েছে ৭০ টাকা ১০ পয়সা দরে।

দর বৃদ্ধিতে এগিয়ে থাকার পাশাপাশি লেনদেনেও চমক দেখিয়েছে বসুন্ধরা পেপার। প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে উঠে এসেছে। একদিনে কোম্পানিটির ২৫ লাখ ২৮ হাজার ২০৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ছিল ১৭ কোটি ৩৮ লাখ টাকা।

এদিকে, বৃহস্পতিবার ডিএসইর সূচক বৃদ্ধিতেও অবদান রেখেছে বসুন্ধরা পেপার। আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকে যোগ হয়েছে ১ দশমিক ৪৯ পয়েন্ট।

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর থেকেই বসুন্ধরা পেপার মিলস লিমিটেড নিয়মিতভাবেই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে আসছে। সর্বশেষ ২০২৩ সালেও শেয়ারহোল্ডারদের নগদ ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

প্রসঙ্গত, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৬৩০১ পয়েন্টে স্থির হয়েছে। একই সঙ্গে বেড়েছে এক্সচেঞ্জটির অপর দুই সূচকও। লেনদেন হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

news24bd.tv/SHS