শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-ভারত-পাকিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান-ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের পর আজ বৃহস্পতিবার বিকেলে দিল্লি এবং উত্তর ভারতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানেও। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৬.৪ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাহাড়ি হিন্দুকুশ অঞ্চলের বাদাখশান প্রদেশের জুর্ম জেলায়।

স্থানীয় সময় দুপুর ২টার আগে প্রায় ২০০ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে এবং জুর্ম থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কাবুলেও অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা কেউ আহত হওয়ার কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এএফপি বলেছে, আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়, যা ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। গত বছরের অক্টোবরে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৪.২ থেকে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ নিহত হয়।

দেশটির সবচেয়ে ভয়াবহ সাম্প্রতিক ভূমিকম্পে ১৯৯৮ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার ও বাদাখশান প্রদেশে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছিল।

news24bd.tv/তৌহিদ