ক্রীড়া মন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন  

সংগৃহীত ছবি

ক্রীড়া মন্ত্রী হলেন নাজমুল হাসান পাপন  

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো মন্ত্রিসভায় যুক্ত হয়েই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাজমুল হাসান পাপন। এর আগে, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। তবে এবার নাজমুল হাসানকে পূর্ণ মন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

সেখানেই দেখা যায়, দীর্ঘ এক যুগ ধরে ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নাজমুল হাসান পাপন পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।  

২০১২ সালের অক্টোবর মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন নাজমুল হাসান পাপন। এরপর দীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন তিনি।

টানা চতুর্থ মেয়াদে তিনি এই দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন তিনি। কিশোরগঞ্জ-৬ আসন থেকে বিজয়ী হন পাপন।

news24bd.tv/SHS