বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি: ডিএমপি

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি: ডিএমপি

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি এমনটাই দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সংক্রান্ত প্রমাণ পুলিশের কাছে আছে বলেও দাবি করা হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে পুলিশ তালা দিয়েছে বলে যে দাবি বৃহস্পতিবার সকালে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী করেছেন, তা সত্য নয়।

এর আগে সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি জানায়, আড়াই মাস পর বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতা-কর্মীদের নিয়ে তালা ভেঙে দলের কার্যালয়ে ঢোকেন।

বিজ্ঞপ্তিতে বিএনপি আরও জানায়, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে কর্মসূচিটি পণ্ড হয়ে যায়। এরপর থেকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছিল।

এদিকে ডিএমপি বলছে, কার্যালয়ের ফটকের তালার চাবি ফেরত পাওয়ার অনুরোধ জানিয়ে বুধবার ডিএমপি কমিশনার বরাবর একটি পত্র পাঠান রুহুল কবির রিজভী।

এরপর বৃহস্পতিবার সকালে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের তিনি বলেন, কার্যালয়ে পুলিশ তালা দিয়ে রেখেছিল।

ডিএমপি বলছে, বিএনপির কার্যালয়ে পুলিশ কখনো তালা দেয়নি। বিষয়টি একাধিকবার স্পষ্ট করা হয়েছে। এরপরও এ নিয়ে অনুসন্ধানে জানা গেছে, ২৮ অক্টোবর সমাবেশ শেষে সে রাতে কার্যালয়েই ছিলেন ভবনটির নিরাপত্তাকর্মী সোহাগ। পরদিন সকালে ফটকে তালা লাগিয়ে চলে যান তিনি। ফলে তালা দেওয়া নিয়ে রুহুল কবির রিজভীর বক্তব্য ও চাবি ফেরত চাওয়ার এই পত্র যথাযথ নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিজভী সকালে একটি হাতুড়ি দিয়ে বিএনপি কার্যালয়ের মূল ফটকের তালা ভাঙেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক