ওষুধ মনে করে কীটনাশক পান, ছটফট করতে করতে মৃত্যু

ওষুধ মনে করে কীটনাশক পান, ছটফট করতে করতে মৃত্যু

আব্দুর রশিদ শাহ্, নীলফামারী

নীলফামারীর সদরে ওসমান গনি রিপন ( ১৬) ও কিশোরগঞ্জে জয়নাল (৩৫) নামে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জানুয়ারি) দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিপন সদরের রামনগর ডাঙ্গা পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও নিহত জয়নাল নীলফামারী কিশোরগঞ্জে ইসমাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়নাল মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি ওষুধ মনে করে জমিতে দেওয়া কীটনাশক পান করে যন্ত্রণায় চিৎকার করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

অপরদিকে নিহত রিপন খালুর বাসা থেকে বাইসাইকেলে আসার সময় ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, বিষয়টি শুনেছি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়টি আমি জানি না।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।

news24bd.tv/তৌহিদ