শীত কবে নাগাদ কমতে পারে প্রশ্নে যা জানালো আবহাওয়া অফিস 

ফাইল ছবি

শীত কবে নাগাদ কমতে পারে প্রশ্নে যা জানালো আবহাওয়া অফিস 

ফজলে রাব্বী

রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রাও কমছে। এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

বজলুর রশিদ বলেন, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশ এবং যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী দুই থেকে তিন দিন এটি থাকতে পারে।

এমন তীব্র শীত কবে নাগাদ কমতে পারে—এমন প্রশ্নের জবাবে বজলুর তিনি বলেন, আগামী ১৮ ও ১৯ জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে বলেও জানান তিনি।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা আছে।

news24bd.tv/TR      

এই রকম আরও টপিক