চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যা

নিহতের স্ত্রী আসমা বেগম

চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে অলিয়ার মোল্যা নামে এক ঘের মালিক খুন হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। চাঁদার দাবিতে দুর্বৃত্তরা ষাটোর্দ্ধ বৃদ্ধ অলিয়ার মোল্যাকে পরিকল্পীতভাবে কুপিয়ে হত্যা করে বলে নিহতের স্বজনদের অভিযোগ।  

এ সময় নিহতের স্ত্রী আসমা বেগম স্বামীকে বাঁচাতে গেলে দুবৃত্তরা পিটিয়ে তার হাত ভেঙ্গে দেয়।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নিহতের স্ত্রী আসমা বেগম জানান, চরদিঘলিয়া গ্রামের ইউপি সদস্য ফিরোজ শেখ, রবিউল, টিটো, হৃদয়, জিকুর নেতৃত্বে দুবৃত্তরা কিছুদিন যাবত অলিয়ার মোল্যার নিকট পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে অলিয়ার মোল্যা নিজ বাড়ির পাশে দুর্বৃত্তদের পরিকল্পিত হামলার শিকার হয়। দুবৃত্তরা বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে অলিয়ার মোল্যার উপর চড়াও হয়ে তাকে শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে গুরুত্ব যখম করে ফেলে রেখে যায়।

 

এ সময় অলিয়ারের স্ত্রী আসমা বেগম স্বামীকে বাঁচাতে গেলে দুবৃত্তরা পিটিয়ে তার হাত ভেঙ্গে দেয়। পরে স্বজনারা গিয়ে তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অলিয়ার মোল্যাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের ধরেতে চেষ্টা চলছে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক