গণফোরামে যোগ দিলেন আবু সাইয়িদ

আবু সাইয়িদ

গণফোরামে যোগ দিলেন আবু সাইয়িদ

নিউজ টোয়েন্টিফোর অনলাইন

ভোটযুদ্ধে অবতীর্ণ হতে সাবেক আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবু সাইয়িদ গণফোরামে যোগ দিয়েছেন। সোমবার দুপুরে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি গণফোরাম ও ঐক্যফ্রন্টে যোগ দেন।

আবু সাইয়িদের গণফোরামে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মোস্তফা মহসীন মন্টু বলেন, “তিনি আজ গণফোরামে যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসন থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হতে পারেন।

ঐক্যফ্রন্টের মনোনয়ন নিয়ে আবু সাইয়িদ ইতোমধ্যে নির্বাচনী এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান তিনি।

সেক্ষেত্রে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়তে দেখা যাবে আওয়ামী লীগের এই সাবেক নেতাকে। তার নতুন দল গণফোরামসহ জোটের শরিকরা এবার ওই প্রতীকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।

১৯৯৬ সাল থেকে পাঁচ বছর আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন আবু সাইয়িদ।

ওয়ান-ইলেভেনের পর দলে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়ায় নেতৃত্ব থেকে ছিটকে পড়েন আওয়ামী লীগের তখনকার তথ্য ও গবেষণা সম্পাদক। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থী শামসুল হক টুকুর কাছে হেরে যান।

সম্পর্কিত খবর