ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এমন অভিযোগেও পেছাবো না : নেতানিয়াহু

হামাসের হাতে বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন ইসরাইলি নাগরিকরা, ছবি : ভয়েস অব বাংলা।

ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এমন অভিযোগেও পেছাবো না : নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এমন অভিযোগ সত্ত্বেও ইসরায়েল পিছপা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার গাজার ওপর হামলার শততম দিনে নেতানিয়াহু এসব বলেন। গাজা উপত্যকায় ইসরায়েলের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ঘোষণা দেন তিনি।

ভয়েস অব বাংলার এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।

এতে বলা হয়, চলমান এ সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলের ১২০০ এর বেশি এবং গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ। যা গাজার মোট জনসংখ্যার ১ শতাংশের চেয়ে বেশি।

নেতানিয়াহু বলেছেন, 'কেউ আমাদেরকে থামাতে পারবে না, হেগ, কোনো অশুভ শক্তি, কেউই নয়। ' অশুভ শক্তি বলতে তিনি হামাস, ইরান সমর্থিত হিজবুল্লাহ বাহিনী ও হুথি বিদ্রোহীদের কথা উল্লেখ করেন।

নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দুই দিনের শুনানি শেষে ইসরাইলের প্রধানমন্ত্রী এই বক্তব্য দেন। দক্ষিণ আফ্রিকা এই আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছে। ইসরাইল এসব অভিযোগকে অপমানজনক ও কপটতা হিসেবে আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেছে।

news24bd.tv/FA