ঘূর্ণিঝড়ে আটকা পড়ে ক্যাম্প থেকেই বাদ বেনজেমা

আল ইত্তিহাদের জার্সিতে করিম বেনজেমা

ঘূর্ণিঝড়ে আটকা পড়ে ক্যাম্প থেকেই বাদ বেনজেমা

অনলাইন ডেস্ক

যে জৌলুসের সঙ্গে সৌদি ক্লাব আল ইত্তিহাদে এসেছিলেন সে জৌলুসে কিছুটা ভাটাই যেনো পড়েছে ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমার। নির্ধারিত সময়ে আল ইত্তিহাদ ক্যাম্পে যোগ দিতে না পারায় অনুশীলন ক্যাম্প থেকেই বাদ পড়েছেন বেনজেমা।

তবে করিম বেনজেমার পক্ষের দাবি, মরিশাসের ঘূর্ণিঝড়ে আটকা পড়েছিলেন তিনি। যে কারণে সময়মতো সৌদি আরবে পৌঁছাতে পারেননি।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, বেনজেমা নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তাঁকে দুবাইয়ের অনুশীলন ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে।
সৌদি প্রো লীগের গতবারের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ এই মৌসুমে পয়েন্ট তালিকার ৭ নম্বরে অবস্থান করছে। যদিও তারকা ফুটবলার বেনজেমা ২৮ ম্যাচে ১৫ গোল পেয়েছেন। তবুও সব মিলিয়ে আল ইত্তিহাদের দর্শক ও ম্যানেজমেন্টের মনে খুব বেশি একটা জায়গা করতে পারছেন না সাবেক রিয়াল তারকা এই স্ট্রাইকার।

উল্লেখ্য, বেনজেমার বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ উঠেছে খোদ তার ক্লাবের পক্ষ থেকেই। সৌদির একটি সূত্র মার্কাকে জানায়, গত মাসে ইত্তিহাদের তিনটি অনুশীলন সেশন মিস করেছিলেন বেনজেমা। এবার যুক্ত হয়েছে স্কোয়াড পুনর্মিলনীতে অনুপস্থিতি। ইত্তিহাদের আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্দো বেনজেমাকে ছাড়াই দুবাইয়ে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

news24bd.tv/SC