শিশু আয়ানের ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, জানতে চান হাইকোর্ট

৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ

শিশু আয়ানের ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, জানতে চান হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড হাসপাতালে খৎনায় শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় কেন‌ ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ৭ দিনের মধ্যে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের নির্দেশ এবং বাংলাদেশে কতগুলো লাইসেন্স ছাড়া হাসপাতাল আছে তা ১ মাসের মধ্যে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ'র হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। একই সাথে হাসপাতাল ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।

রোববার (১৪ জানুয়ারি) খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় নিবন্ধন না থাকা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন : ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ

গত ৩১ ডিসেম্বর সুন্নতে খৎনা করাতে সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারির শিক্ষার্থী শিশু আয়ানকে। এ সময় তাকে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে খৎনা করা হয়।

পরে অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফিরলে আয়ানকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়।

সেখানে ৮ দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সোমবার তাকে রূপগঞ্জে দাফন করা হয়।

news24bd.tv/FA