ঘন কুয়াশায় শিডিউল বিপর্যয়, দিল্লিতে বাতিল ৮৪ ফ্লাইট 

ঘন কুশায়ার কারণে ঠিক সময়ে উড্ডয়ন করতে পারছে না বিমান

ঘন কুয়াশায় শিডিউল বিপর্যয়, দিল্লিতে বাতিল ৮৪ ফ্লাইট 

অনলাইন ডেস্ক

তীব্র ঠাণ্ডার পর ঘন কুয়াশা এবার জেঁকে বসেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। যার কারণে প্লেনের শিডিউলে দেখা দিয়েছে বড় ধরনের বিপর্যয়। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে ৮৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও দেড় শতাধিক ফ্লাইট।

এছাড়া ঘন কুয়াশার কারণে দিল্লিতে ভ্রমণ বা চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ও উত্তর ভারতের কিছু অংশ ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে এবং এখান থেকে দেশের অন্যান্য অংশে ফ্লাইট ও ট্রেন চলাচলে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এছাড়া দুই সপ্তাহের শীতের ছুটির পরে আজ ভারতের এই রাজধানী শহরে স্কুলগুলোও খুলছে।

যদিও তীব্র ঠান্ডার কারণে স্কুলের সময় সীমিত করা হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, দিল্লি বিমানবন্দর ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরটিতে হাজার হাজার যাত্রী তাদের ফ্লাইটের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছেন। কুয়াশাচ্ছন্ন সকালে ফ্লাইট ছাড়তে বিলম্ব হওয়াটা স্বাভাবিক হওয়ায় যাত্রীদের ফ্লাইটের তথ্য সম্পর্কে আপডেট থাকতে বলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও বলছে, রাজধানী দিল্লি ঘন কুয়াশায় পুরোপুরি ঢেকে গেছে। এদিকে, তাপমাত্রাও নিম্নমুখী।  আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান বলছে, সোমবারও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে সকালের দিকে গাড়ি চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা।

এছাড়া ঘন কুয়াশায় দিল্লি বিমানবন্দরে সোমবার ভোর ৩টার দিকে দৃশ্যমানতা শূন্যতে নেমে যায়। পরে অবশ্য তা কিছুটা বৃদ্ধি পায়। সকাল ৭টা নাগাদ দিল্লি বিমানবন্দরে দৃশ্যমানতা ছিল ৫০ মিটার। রানওয়েতে ২৫০ থেকে ৪০০ মিটারের দৃশ্যমানতা রয়েছে। বিমান চলাচলে সমস্যা হচ্ছে।

news24bd.tv/SHS