নতুন সরকার দায়িত্ব নেওয়ায় আরও গতিশীল হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

নতুন সরকার দায়িত্ব নেওয়ায় আরও গতিশীল হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: প্রণয় ভার্মা

অনলাইন ডেস্ক

নতুন সরকার দায়িত্ব নেওয়ায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।  

আজ সোমবার (১৫ জানুয়ারি) নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় এ কথা বলেন তিনি।

সাক্ষাতের আগে নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রণয় ভার্মা।

সৌজন্য সাক্ষাত ছাপিয়ে আলোচনায় জায়গা পায় যোগাযোগ, বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিষয়াদি। বেরিয়ে যাওয়ার সময় ভারতের হাইকমিশনার সাংবাদিকদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পাশে থাকবে তার দেশ।

গণমাধ্যমকে ভারতের হাইকমিশনার বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে।

পরে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, বাণিজ্য সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

আলোচনা হয়েছে টাকা রুপির বিনিময়কে জনপ্রিয় করার বিষয়ে।  

news24bd.tv/SHS