ফের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ফের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

অনলাইন ডেস্ক

ফের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নসরুল হামিদ। সোমবার (১৫ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১১ জানুয়ারি মন্ত্রিসভার শপথের পর নসরুল হামিদকে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড গড়েছেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে টানা দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার আগে কেউ এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে এত লম্বা সময় ধরে দায়িত্ব পালন করেনি।

news24bd.tv/aa