ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

স্বামী তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানা। 

ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

অনলাইন ডেস্ক

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার (৩৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) অভিযুক্ত ভবনের মালিককে এ নোটিশ দেয়া হয়। এতে সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।

দীপু সাতক্ষীরার বাসিন্দা।

তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট কার্যালয়ে (সহকারী পরিচালক হিসেবে) কর্মরত ছিলেন। ১০ জানুয়ারি মৌচাক ফ্লাইওভারের নিচ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে তার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: শিশু আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দিপু সানার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করে তার পরিবার। অপরদিকে এটি ‘হত্যাকাণ্ড’ দাবি করে জড়িতদের বিচার দাবিতে শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন হয়।

news24bd.tv/কেআই