বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করলেন স্কটল্যান্ডের এমপি

স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী

বাংলাদেশের নির্বাচনের প্রশংসা করলেন স্কটল্যান্ডের এমপি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সফররত স্কটল্যান্ডের সংসদ সদস্য ফয়সল চৌধুরী বাংলাদেশের দ্বাদশ সংসদের ভোট সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্তভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি নূরে এলাহী মিনা সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় এই স্কটিশ সংসদ সদস্য সে দেশের পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানান।

ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, স্কটিশ পার্লামেন্টের ক্রস পার্টি গ্রুপ বাংলাদেশ পার্লামেন্টের সঙ্গে তাদের পারস্পরিক দ্বিপাক্ষিক উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে আগ্রহী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য স্কটিশ এমপি ও তার সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

news24bd.tv/আইএএম