শ্রীমঙ্গল ছাড়া কোথাও শৈত্যপ্রবাহ নেই : আবহাওয়া অফিস

সংগৃহীত ছবি

শ্রীমঙ্গল ছাড়া কোথাও শৈত্যপ্রবাহ নেই : আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে শ্রীমঙ্গল ছাড়া দেশের আর কোথায় শৈত্যপ্রবাহ নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির শঙ্কা অব্যাহত রয়েছে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আজ শ্রীমঙ্গলে বর্তমান তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় বর্তমানে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন : টানা দুদিন বৃষ্টির শঙ্কা অন্তত ৫০ জেলায়

তিনি জানান, আগামী ১৭-১৯ তারিখ দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

এসময় আকাশ মেঘলা থাকবে। দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোর মধ্যে যশোর কুষ্টিয়া খুলনা, পাবনা সহ অন্তত ৪০ জেলায় তুলনামূলক বৃষ্টি বেশি হতে পারে।

news24bd.tv/FA