এবার ত্রিশাল থেকে মনোনয়ন কিনলেন রওশন

রওশন এরশাদ

এবার ত্রিশাল থেকে মনোনয়ন কিনলেন রওশন

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ময়মনসিংহ-৭(ত্রিশাল) আসন থেকে এবার মনোনয়ন ফরম কিনলেন বিরোধী দলীয় নেত্রী ও এরশাদ পত্নী বেগম রওশন এরশাদ।

সোমবার রওশন এরশাদের পক্ষে এ মনোনয়ন ফরম কেনেন মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ। এর আগে এরশাদ পত্নী ময়মনসিংহ-৪-সদর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রোববার ত্রিশাল থেকে সাবেক এমপি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানির মনোনয়ন নিশ্চিত করে আওয়ামী লীগ। তবে আজ সোমবার রওশন এরশাদের ওই আসন থেকে মনোয়ন ফরম তোলায় হতাশা বিরাজ করছে মাদানী সমর্থক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে।

জেলা জাতীয় পার্টির সহসভাপতি ডা. কে আর ইসলাম রওশন এরশাদের মনোনয়ন বিষয়টি নিশ্চিত করে বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনেও আসনটি আমাদের ছিল। তাই আমরা আসনটি ছাড়তে চাই না।

দুটি আসন থেকেই তিনি নির্বাচন করবেন।

জানতে চাইলে মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ বলেন, ম্যাডামের নির্দেশেই ত্রিশাল উপজেলা নির্বাচন অফিস থেকে সোমবার বিকেলে মনোনয়ন ফরম তুলেছি। আগামী বুধবার জমা দেওয়া হবে।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশাল থেকে জাতীয় পার্টির এম এ হান্নান নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের পহেলা অক্টোবর যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হন তিনি।

ত্রিশাল ছাড়াও মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ ও সদর থেকে দশম সংসদে সংসদের প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টির এমপিরা।

(নিউজ টোয়েন্টিফোর/নোমান/তৌহিদ)

সম্পর্কিত খবর