নওয়াপাড়া নৌ-বন্দরে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

নওয়াপাড়া নৌ-বন্দর এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে

নওয়াপাড়া নৌ-বন্দরে কয়লাবোঝাই কার্গো জাহাজ ডুবি

যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগরে নওয়াপাড়া নৌ-বন্দর এলাকায় কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে ৯শ টন কয়লা ছিল।

নওয়াপাড়া নৌ-বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে এমভি পূর্বা ল-৭ নামের কয়লা বোঝাই জাহাজটি ডান পাশে কাত হয়ে জোয়ারের পানি ঢুকে ডুবে যায়। নওয়াপাড়া নৌ-বন্দরের ভাটপাড়া এলজিইডি ফেরিঘাটের কাছে পাইকপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, জাহাজটি মোংলার হারবার এলাকা থেকে আনুমানিক ৯শ টন কয়লা বোঝাই করে গত ৬ জানুয়ারি নওয়াপাড়া বন্দরে আসে। এটি ঘটনাস্থলে বাধা অবস্থায় ছিল। তবে বন্দরের নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান মাসুদ।  

মঙ্গলবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্গো জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়নি।

news24bd.tv/কেআই