চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

চুরির অভিযোগে নিউজিল্যান্ডের এমপির পদত্যাগ

অনলাইন ডেস্ক

দোকান চুরির অভিযোগে পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের পার্লামেন্ট সদস্য গোলরিজ ঘাহরামান। তিনি নিউজিল্যন্ডের গ্রিন পার্টির সদস্য।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে কাপড়ের দুটি দোকান থেকে তিনবার চুরির ঘটনা।

এর মধ্যে একটি দোকান অকল্যান্ডে, অন্যটি ওয়েলিংটনে।

পুলিশ জানায়, অকল্যান্ডের একটি বুটিক থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ চুরির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে। এরপরেই তিনি পদত্যাগ করেন। পুলিশ অবশ্য অভিযোগগুলো তদন্ত করছে।

তবে অভিযোগের বিষয়ে গোলরিজ বলেন, কাজের চাপ থেকে তিনি এটি করেছেন, যা তাঁর চরিত্রের সম্পূর্ণ বাইরে। তিনি বলেন, ‘আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত। ’

news24bd.tv/FA