সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। ছবি: রয়টার্স

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। খবর আল জাজিরার।

আল-কায়েদা-সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী আল-শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।

 

পুলিশের মুখপাত্র সাদিক আলী মঙ্গলবার বলেন, মোগাদিসুর হামার ওয়েইন জেলার একটি ভারতীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণ ঘটান আত্মঘাতী হামলাকারী। পুলিশ তাকে ধাওয়া করছিল।

আল-শাবাব এক বিবৃতিতে বলেছে, স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, সেই সংখ্যা উল্লেখ করা হয়নি।

সোমালিয়া গত কয়েক বছর ধরেই নিরাপত্তাহীনতায় জর্জরিত। সেখানে প্রধান হুমকি হলো আল-শাবাব ও আইএসআইএল গোষ্ঠী।

আল-শাবাব প্রায়ই সামরিক চৌকিগুলোর পাশাপাশি বেসামরিক লোকজন ও সরকার লক্ষ্য করে হামলা চালায়। সরকারের পতনের সঙ্গে গোষ্ঠীগুলো নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে চায়।

গত বছর দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ আল-শাবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকে এ গোষ্ঠীটি তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক