ফেরি ডুবিতে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন

ফাইল ছবি

ফেরি ডুবিতে ৫ সদস্যর তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনা দুঃখজনক। ফেরিটি কাছাকাছি এসে নোঙ্গর করে রাখা হয়েছিলো। সেখানে বালুবাহী বাল্কহেড ধাক্কা দিয়েছে প্রাথমিকভাবে জেনেছি।

নৌ প্রতিমন্ত্রী জানান, ফেরি ডুবির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবরে কেউ হতাহত হয়নি। ফেরির একজন সহকারী চালক নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম ও হামজা গেলে উদ্ধারকাজ শুরু হবে।

মন্ত্রী বলেন, বাল্কহেডের প্রয়োজনীয়তাও আছে। কিন্তু এক্ষেত্রে তদারকি থাকতে হবে। এগুলোকে আরও আধুনিকায়ন করার জন্য বলা হয়েছে। নৌ পুলিশকে আরও শক্তিশালী করা হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক