ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৭

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১৭

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে দুটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র শহরটির কেন্দ্রস্থলে আঘাত করে। খবর আল জাজিরার।

আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুভব জানান, আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে দুইজন নারীর অবস্থা গুরুতর।

খারকিভের মেয়র ইহর তেরেখোভ জানান, ক্ষেপণাস্ত্রগুলো এমন জায়গায় আঘাত করেছে যেখানে কোনো সামরিক স্থাপনা নেই এবং যেখানে সাধারণ মানুষ বসবাস করেন। অন্তত ১০টি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

একটি ক্ষেপণাস্ত্র পূর্বে হাসপাতাল ছিল এমন একটি তিন তলা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা।

ইউক্রেনের উত্তর-পূর্বে অবস্থিত খারকিভ রাশিয়া থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে অঞ্চলটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে।

খারকিভে হামলার বিষয়ে রাশিয়ার সরকার কিছু না জানালেও বেলগরদ অঞ্চলে ইউক্রেনের সাতটি ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক