টেলিটকের সেবায় আক্ষেপ জানিয়ে জড়িতদের দমনের ইঙ্গিত আইসিটি প্রতিমন্ত্রীর

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

টেলিটকের সেবায় আক্ষেপ জানিয়ে জড়িতদের দমনের ইঙ্গিত আইসিটি প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

টেলিটকের পণ্য নিয়ে জনগণকে হতাশ করা হয়েছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে টেলিটক কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সীমিত সম্পদ দিয়ে উদ্ভাবনী সৃজনশীল হতে হবে, মেধার অপচয় করা যাবে না, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে হবে।

টেলিটকের পক্ষ থেকে তৃতীয় পক্ষ নিরীক্ষা দল দ্বারা প্রতিষ্ঠানটির বিগত ৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসেব করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি কোনও অন্য সমস্যা আছে কি না, সেটি চিহ্নিত করতে টেলিটককে অভ্যন্তরীণ নিরীক্ষা করারও কথা বলেন।

এসময় আইসিটি প্রতিমন্ত্রী টেলিটকের কাছে বিগত ৫ বছরে আয়ের প্রধান ৫টি উৎস, আয়ের খতিয়ান, ব্যয়ের খাত ও পরিমাণ জানতে চান।

news24bd.tv/SC