দুর্নীতি বন্ধে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যয়পাল নিয়োগের সুপারিশ সিপিডির

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। ছবি: সংগৃহীত

দুর্নীতি বন্ধে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ন্যয়পাল নিয়োগের সুপারিশ সিপিডির

অনলাইন ডেস্ক

বাংলাদেশে দুর্নিতি বন্ধে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে একজন করে ন্যয়পাল (পার্লামেন্ট কর্তৃক নিযুক্ত কমিশনার বা কর্মকর্তা) নিয়োগের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (১৭ জানুয়ারি) বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) জরিপে এমন চিত্র উঠে এসেছে।

এসময় ব্যবসায়ীরা সিপিডির জরিপে অংশ নিয়ে মত প্রকাশ করে বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে সবচেয়ে বড় বাধা দুর্নীতি।

এছাড়া, সিপিডির জরিপে ৪৭ শতাংশ ব্যবসায়ী বলেছেন, ক্যাপাসিটি পেমেন্ট তুলে দিলে বিদ্যুৎ খাতে সাবসিডি প্রেসার থাকবে না।

এছাড়া জরিপে অংশ নিয়ে, ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে ব্যবসার বড় বাধা ঘুষ।

এদিকে জরিপে আংশ নেওয়া ব্যবসায়ীরা মত প্রকাশ করে বলেন, আগামী ২ বছরে ব্যবসার সবচেয়ে বড় ঝুঁকি হবে জ্বালানি সরবরাহ।

জরিপে আরও উঠে এসেছে, ব্যবসার সব সূচকেই এশিয়ার প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে বাংলাদেশ।

news24bd.tv/DHL