গ্যাস সঙ্কটে ফিলিং স্টেশনের আশপাশে যানজটের সৃষ্টি

গ্যাস সঙ্কটে ফিলিং স্টেশনের আশপাশে যানজটের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে গত ১০ দিন ধরে গ্যাস সঙ্কট চরমে। এতে ভোগান্তিতে পড়েছে  হাজারে গ্রাহক। গ্যাসের চাপ কম থাকায় শুধু বাসাবাড়ি নয় সিএনজি পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহে বিঘ্ন হচ্ছে।

বুধবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায়, প্রতিটি গাড়ির গ্যাস নিতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে।

এতে আশপাশের রাস্তায় দেখা দিয়েছে তীব্র যানজট।

এদিকে গ্যাসের যে চলমান সংকট চলছে, সেটি শিগগির কেটে যাবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস এখন বড় চ্যালেঞ্জ। প্রচণ্ড শীতের কারণেও গ্যাসের চাপ কিছুটা কমে গেছে বলে জানান তিনি।

news24bd.tv/FA