অধিনায়ক হিসেবে নিজেকে বাদ দিয়ে মিরাজকে চেয়েছিলেন তামিম

বাঁ থেকে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং ওপেনার তামিম ইকবাল

অধিনায়ক হিসেবে নিজেকে বাদ দিয়ে মিরাজকে চেয়েছিলেন তামিম

অনলাইন ডেস্ক

আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের ক্যাপ্টেন হিসাবে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে নির্ধারণ করা হলেও তামিম চেয়েছিলেন আমাকে। এমনটাই গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এর আগে অবশ্য গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফ্রাঞ্চাইজিটির কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছিলেন, দলটির অধিনায়ক হবেন তামিম ইকবাল।

কিন্তু গতকাল (১৬ জানুয়ারি) ক্রিকেট বোর্ডে আসেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ফেরার পথে গণমাধ্যমকর্মীদের অনুরোধে তাদের সাথে কিছুক্ষণ কথা বলেন মিরাজ।

এসময় মিরাজ বলেন, এ ব্যাপারে (অধিনায়কত্ব) আমার কিছুই জানা নেই। মালিকের সিদ্ধান্ত অনুযায়ী সব হবে। তবে তামিম ভাই আমাকে বলেছিলেন, 'তুই করলে ভালো হয়'।

কিন্তু তারপরও এটা মালিকের সিদ্ধান্ত।

উল্লেখ্য, এবারের বিপিএল আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন পঞ্চ পাণ্ডবের তিন জনই। তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ ছাড়াও রয়েছেন মিরাজ। তাদের সঙ্গ দিতে দলে খেলার সম্ভাবনার তালিকায় আছেন বিধ্বংসী অজি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল এবং সাউথ আফ্রিকার হার্ড হিটার ডেভিড মিলার।

news24bd.tv/SC