নির্বাচনের মাধ্যমে অপশক্তিদের রুখে দেওয়া হয়েছে : ১৪ দল

নির্বাচনের মাধ্যমে অপশক্তিদের রুখে দেওয়া হয়েছে : ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো না মন্দ হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে নির্বাচনের মাধ্যমে অপশক্তিদের রুখে দেওয়া সম্ভব হয়েছে। এমন মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের অন্যতম নেতা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

ইনু বলেন, সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় এই নির্বাচন না হলে আগুন সন্ত্রাসীরা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিতো।

বুধবার রাজধানীতে কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্কার্স পার্টি আয়োজিত এ সভায় দলটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশে রাজনৈতিক নানা মেরুকরণের মধ্যে বাম দলাগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথয় সঙ্কটময় রাজনীতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না।

আলোচনা সভা শেষে অমল সেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্কার্স পার্টিসহ বাম রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো।

news24bd.tv/FA