মুন্সিগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা

লৌহজংয়ে মেয়েকে উত্তপ্ত করার প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবাকে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মেয়েকে উত্তপ্ত ও জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাচাঁন সরদার (৪৮)নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী হিরা সরদার ও বাবু সরদার নামের ব্যাক্তিদের বিরুদ্ধে। তবে এ ঘটনায় মফিয়া বেগম নামের এক মহিলাকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) আসর নামাজ শেষে কালাচান বাড়িতে ফিরছিলেন। এমন সময় আগে থেকেই ওৎপেতে  থাকা প্রতিবেশী হিরা সরদার ও বাবু সরদার তাকে কাঠের দাসা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

news24bd.tv/DHL