ঢাকার সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

ঢাকার সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র: পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু, বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় ঢাকার সাথে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।  পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা উভয়ে আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বিষয়ে একমত হয়েছি এবং সেই লক্ষ্যে কাজ করব বলে আমরা আলোচনা করেছি। '

মন্ত্রী আরও বলেন, 'মার্কিন রাষ্ট্রদূতও নতুন সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করার জন্য, সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার লক্ষ্যে, বাণিজ্যের ঝুড়ি আরও বিস্তৃত করার লক্ষ্যে, আমেরিকান সরাসরি বিনিয়োগ আরও বাড়ানোর লক্ষ্যে একসঙ্গে কাজ করবে বলে আলোচনা করেছেন।

'

এসময় পিটার হাস সাংবাদিকদের বলেন, 'আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে আগামী মাসগুলোতে আরও নিবিড়ভাবে কাজ করার প্রতীক্ষায় আছি। ' পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পিটার হাস।

news24bd.tv/ab