কুড়িগ্রামে শিগগিরই কমছে না ঠান্ডার প্রকোপ

কুড়িগ্রামের মানুষ তীব্র শীত কাটাতে খড়কুটোয় আগুন জ্বালিয়ে তাপ পোহাচ্ছেন

কুড়িগ্রামে শিগগিরই কমছে না ঠান্ডার প্রকোপ

অনলাইন ডেস্ক

উত্তরবঙ্গের হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ শীত কমার এখনই কোনো আশার খবর পাচ্ছেন না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  

বুধবার (১৭ জানুয়ারি) সকালে কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। উল্টো ঘনকুয়াশা আর হিমেল ঠান্ডা হাওয়ার কারণে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।

দিন ও রাতের তাপমাত্রা একই অবস্থায় থাকার কারণে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষরা।

কৃষিকাজেও যেন নেমে এসেছে স্থবিরতা। তীব্র শীত ও ঠান্ডায় বোরো বীজতলা ও আলু ক্ষেত নিয়মিতভাবে পরিচর্যা করতে পারছে না তারা। প্রয়োজন ছাড়া কর্মস্থল ও বাড়ি থেকে বের হচ্ছে না লোকজন। অতিরিক্ত ঠান্ডা নিবারণে ভুক্তভোগীরা খড়কুটো জ্বালিয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণের জন্য, ৫৯ হাজার ৬৫০ কম্বল ছাড়াও দেড়শ শিশুকে সোয়েটার এবং শতাধিক বৃদ্ধকে হুডি বিতরণ করা হয়েছে।

news24bd.tv/SC